পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায়, আজ প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফলাফল

October 31, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:২৫: আজ, শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফলাফল। পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ পাচ্ছে। আজ, বেলা সাড়ে ১২টায় রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবেন। দুপুর ২টা থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল। প্রকাশিত হবে মেধাতালিকা (Merit list)। এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে – https://result.wb.gov.in-এ ফলাফল দেখা যাবে।
দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করে রেজাল্ট ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

মোট ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিলাপ করেছিলেন। ১.৫৮ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এবারই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষায় হয়েছে OMR শিটে। গত ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলে। সেমিস্টার ব্যবস্থা চালু হওয়ায় এবার সেপ্টেম্বরে পরীক্ষায় বসতে হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। সারা দেশে প্রথম বাংলাতেই দ্বাদশ শ্রেণির পাঠক্রমে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen