দেশে প্রথম, এবার 3D প্রযুক্তিতে মহাজাগতিক কৌতূহল মেটাবে হাওড়ার তারামণ্ডল

থ্রি-ডি প্রযুক্তির সাহায্যে মহাকাশ দেখতে রোজই দর্শকদের ভিড় বাড়ছে। ফলে হাওড়া ময়দানের এই তারামণ্ডল অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

February 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গবাসীদের জন্য একটি বড় উপহার। এ বার দেশের প্রথম থ্রি-ডি তারামণ্ডল দেখা যাবে হাওড়ায়। এখানে দৈনিক ভিন্ন ভাষায় একাধিক শো অনুষ্ঠিত হয়। থ্রি-ডি প্রযুক্তির সাহায্যে মহাকাশ দেখতে রোজই দর্শকদের ভিড় বাড়ছে। ফলে হাওড়া ময়দানের এই তারামণ্ডল অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

রোজ ৩টি করে শো দেখা যায় এই তারামণ্ডলে।দুপুর ৩টে, বিকেল ৪টে এবং ৫টা। বড়দের জন্য টিকিটমূল্য ১২০ টাকা। ছোটদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ৭০ টাকা। তবে স্কুল থেকে তারামণ্ডলে শো দেখতে এলে প্রবেশ মূল্য আরও কম হয়। শীতকালে বিকেল ৪ টে শো-তে ভিড় চোখে দেখার মতো থাকে।

এই তারামণ্ডলের নাম অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টার। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এই তারামণ্ডলটি তৈরি করেছে হাওড়া পুরসভা। ২০২২ সালের ডিসেম্বর মাসে জনতার জন্য খুলে দেওয়া হয় হাওড়ার এই থ্রি-ডি তারামণ্ডলটি।

জানা গিয়েছে, থ্রি-ডি অ্যানিমেশন তৈরি-সহ অন্যান্য প্রযুক্তিগত সহায়তা দিতে দেশি এবং বিদেশি সংস্থা যৌথ ভাবে কাজ করছে। এই তারামণ্ডলের শো দেখে মহাকাশ সম্পর্কে কৌতূহল মিটছে আট থেকে আশি সব্বার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen