আবার করোনার হানা অলিম্পিক্সে, আক্রান্ত আরও ৪

অলিম্পিক গেমস চলাকালীন ফের করোনা হানা অলিম্পিক্স ভিলেজে।

July 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অলিম্পিক গেমস চলাকালীন ফের করোনা হানা অলিম্পিক্স ভিলেজে। আজ, মঙ্গলবার নতুন করে আরও ৪ জন অ্যাথেলিটের করোনা সংক্রমণের খবর মিলেছে। আর তাতেই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে আয়োজক থেকে অংশগ্রহণকারী সকলেরই।

জানা গিয়েছে গেমস ভিলেজে দু’জন অ্যাথলিট-সহ মোট ৪ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এই নিয়ে চলতি অলিম্পিক্সে মোট ১৫৫ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। যাদের মধ্যে গেমস ভিলেজেরই ২০ জন।

উল্লেখ্য, গতকাল সোমবারই একজন ডাচ টেনিস প্লেয়ার করোনা আক্রান্ত হওয়ার জন্য টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। ডাবলসে তাঁর ম্যাচ ছিল। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে সরে দাঁড়াতে হয়।

এর আগে দক্ষিণ আফ্রিকার অনূধর্ব ২৩(পুরুষ) ফুটবল দলের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen