মহেশতলার সংঘর্ষের ঘটনায় ৪০ জন গ্রেপ্তার, জানাল পুলিশ, গুজব না ছড়ানোর আহ্বান

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:১২: বুধবার বিকেলে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় রবীন্দ্র নগর থানা এলাকা এবং নাদিয়াল থানা সংলগ্ন এলাকায় একটি দোকানের অবস্থান নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে পুলিশের উপর ইটপাটকেল ছোঁড়া হয় এবং আশেপাশের এলাকায় ভাঙচুর চালানো হয়। পুলিশ প্রয়োজনীয় বলপ্রয়োগ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার জন্য দায়ের করা ৭টি মামলায় এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশ জানিয়েছে,যারা হিংসায় লিপ্ত হয়েছে তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না।
রাজ্য পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি এখন শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে রয়েছে। শান্তির স্বার্থে রবীন্দ্র নগর থানা এলাকায় ১৬৩ বিএনএসএসের অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৬৩ বিএনএসএস কার্যকর না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধিদের এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
রাজ্য পুলিশ পকক্ষ থেকে সকলকে শান্ত থাকার এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। যারা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।