মণিপুরের চূড়াচাঁদপুর জেলা থেকে উদ্ধার ৪০ কেজি বিস্ফোরক, অস্ত্র এবং দূরপাল্লার রকেট

November 27, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: এবার বিস্ফোরক উদ্ধার হল মণিপুরে। মণিপুরের চূড়াচাঁদপুর জেলা থেকে প্রায় ৪০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। অত্যাধুনিক দূরপাল্লার একটি রকেটও উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে।

জানা গিয়েছে, কাংপোকপি জেলার সোংলুং গ্রামে অভিযান চালিয়ে বুধবার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে একটি জার্মান রাইফেল, দু’টি বোল্ট-অ্যাকশন রাইফেল, চারটি পুল মেকানিজম রাইফেল, একটি ইম্প্রোভাইজড মর্টার, দু’টি হ্যান্ড গ্রেনেড, ডিটোনেটর এবং একটি রেডিও সেট।

গেলবাং জঙ্গল থেকেও বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার চূড়াচাঁদপুরের গেলমল গ্রামে অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। সেখানে রকেটটি উদ্ধার হয়। রকেট উৎক্ষেপণ স্ট্যান্ড, একটি ব্যাটারিও উদ্ধার করা হয়েছে। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের আগে এবং পরে দেশের একাধিক এলাকা থাকে ধাপে ধাপে বিস্ফোরক উদ্ধার হয়েছে। তাতেই চিন্তা বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen