মায়াচরে পর্যবেক্ষণ মন্ত্রীর, সমুদ্র, নদীবাঁধ সংস্কারে লাগবে ৪০০ কোটি
বিষয়টি জানার পর এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙন এলাকা দেখে যান। এরপর সেচদপ্তরের তৎপরতা শুরু হয়। এদিন থেকে অবশ্য বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে।
May 31, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

রবিবার পুজালি পুরসভার চার নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট রোডে নদী বাঁধ ভাঙন মেরামতের কাজ শুরু হল। এদিন সেই কাজ সরেজমিনে ঘুরে দেখেন জেলাশাসক পি উল্গানাথন, আলিপুর মহকুমা শাসক সহ আধিকারিকরা। ঘটনাস্থলে হাজির ছিলেন সেচদপ্তরের ক্যানাল ডিভিশনের বাস্তুকাররা। পুজালি পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস নদী বাঁধ ভাঙন নিয়ে জেলাশাসকের কাছে বিস্তারিত তথ্য দেন। প্রসঙ্গত, কয়েকদিন আগে যশের তাণ্ডবে নদী বাঁধের ওই জায়গাটি ভেঙে যায়। বিষয়টি জানার পর এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙন এলাকা দেখে যান। এরপর সেচদপ্তরের তৎপরতা শুরু হয়। এদিন থেকে অবশ্য বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে।