গুরু তেগবাহাদুরের ৪০০তম জন্মবার্ষিকী কমিটিতে মমতা
অকালি দল, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের পাশাপাশি মিলখা সিং ও হরভজন সিংয়ের মতো বিশিষ্ট ক্রীড়াবিদরাও কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

নবম শিখ গুরু তেগবাহাদুরের ৪০০তম জন্মবার্ষিকী ধুমধাম সহকারে পালনের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। বিভিন্ন কর্মসূচি শুরু হবে ৩১ জানুয়ারি। এগুলির সফল রূপায়ণের জন্য জাতীয় স্তরে ৭০ সদস্যের একটি জাম্বো কমিটি গড়েছে কেন্দ্র। নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই কমিটিতে বাংলা থেকে আছেন তিনজন—মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অধীর চৌধুরী (Adhir Chowdhury) এবং এসএস আলুওয়ালিয়া (S. S. Ahluwalia)। পাঞ্জাব-সহ ১১ রাজ্যের মুখ্যমন্ত্রীরাও রয়েছেন কমিটিতে। রয়েছেন মনমোহন সিংও। আছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গাদকারি, নির্মলা সীতারামন প্রমুখ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীরাও। অকালি দল, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের পাশাপাশি মিলখা সিং ও হরভজন সিংয়ের মতো বিশিষ্ট ক্রীড়াবিদরাও কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এব্যাপারে নোটিফিকেশনও জারি করা হয়েছে। কমিটির প্রতিনিধিরা কর্মসূচি পালনের প্রয়োজনীয় পরামর্শ দেবেন। সেসব একত্র করে বাস্তব রূপ দিতে একটি ছোট আকারের কার্যকরী কমিটি গড়া হবে। প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি সংসদের উভয়কক্ষে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপ্রতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind) সরকারের তরফে এই অনুষ্ঠান আয়োজনের কথা প্রথম জানিয়েছিলেন। জাতীয় স্তরে এই কমিটি গড়ার জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে মোদিকে চিঠি লিখেছিলেন।