রোজ ৪৩ হাজারের বেশি পরীক্ষা হচ্ছে বাংলায়: শান্তনু সেন
উত্তর ২৪ পরগনায় একইভাবে করোনা মোকাবিলা করতে এই বিষয়ে সেখানকার জেলাশাসকও তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান শান্তনুবাবু।

কেন্দ্রের সাহায্য ছাড়াই দৈনিক তেতাল্লিশ হাজারেরও বেশি করোনা টেস্ট হচ্ছে রাজ্যে। সেটা শিগগিরই পঞ্চাশ হাজারে পৌঁছবে। শুক্রবার শঙ্খ সেবা ফোরামের কর্ণধার শঙ্খ চ্যাটার্জি ও ডাঃ বিবর্তন সাহাকে সঙ্গে নিয়ে বারাসতের পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জির হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়ার পর একথা জানান আইএমএ–র রাজ্য সম্পাদক ও রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন। এদিন তিনি বলেন, ‘ইতিমধ্যেই রাজ্যে প্রায় নব্বইটি কোভিড হাসপাতাল হয়েছে। যেখানে মানুষের ভালভাবে চিকিৎসা চলছে। শুধু তাই নয়, উপসর্গহীনদের জন্য তৈরি করা হয়েছে সেফ হোম।’ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই এই কাজ করা হয়েছে বলে জানান ডাঃ শান্তনু সেন। তিনি বলেন, করোনা টেস্টের পর জানা যাচ্ছে আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন। করোনার ভ্যাকসিন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অযথা তাড়াহুড়ো করা ঠিক নয়। কারণ তাড়াহুড়ো করলে লাভের থেকে ক্ষতি বেশি হয়। সঠিক গাইডলাইন মেনেই ভ্যাকসিন আসা উচিত।’
কলকাতায় বিভিন্ন থানা অনুযায়ী চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়েছে। সেখানে ডাক্তারদের ফোন নম্বর এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে। উত্তর ২৪ পরগনায় একইভাবে করোনা মোকাবিলা করতে এই বিষয়ে সেখানকার জেলাশাসকও তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান শান্তনুবাবু।