ভারী বৃষ্টিতে নেপালে মৃত্যু অন্তত ৪২ জনের, খুলে দেওয়া হল ভারত সীমান্তবর্তী কোশী বাঁধের ৫৬টি গেট

October 5, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.৪৫: নাগাড়ে ভারী বৃষ্টি এবং তার জেরে ভূমিধস ও হড়পা বানের জোড়াফলায় নেপালে এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। নেপালের সশস্ত্র পুলিশ বল-র রিপোর্ট অনুযায়ী, ভারত সীমান্তবর্তী পূর্ব ইলম জেলায় মৃত্যু হয়েছে ২৮ জনের। বন্যায় ভেসে গিয়ে নিখোঁজ ৯ জন। নেপালের নানা প্রান্তে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে নেপালে। ভারী বৃষ্টিপাতের পর সপ্তকোশি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভারত সীমান্তবর্তী কোশী বাঁধের ৫৬টি গেট খুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, নাগাড়ে বৃষ্টির জেরে নেপালের বহু জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। হড়পা বান নেমেছে। বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাট। সব নদীই বিপদসীমার উপর দিয়ে বইছে। উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নদীতীরবর্তী অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, বন্যা ও ভূমিধসের কারণে উদয়পুরে ২ জন, রাউতাহাটে ৩ জন, রাসুওয়ায় ৪ জন এবং কাঠমান্ডুতে একজনের মৃত্যু হয়েছে। খোটাং, ভোজপুর, রাউতাহাট এবং মাকওয়ানপুর জেলায় বজ্রপাতের জেরে ৮ জন আহত হয়েছেন। পঞ্চথর জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen