ইনিউমারেশন পর্বে নাম বাদ ৫৮ লক্ষ ভোটারের, শুরু তালিকা টাঙানোর কাজ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১০: SIR-র প্রথম ধাপ ইনিউমারেশন পর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার। তা শেষ হতেই বুথে বুথে বাদ পড়া ভোটারদের তালিকা টাঙানোর কাজ শুরু হয়ে গেল। ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগে সমস্ত ভোটকেন্দ্রে বাদ পড়া ভোটারদের তালিকা টানানো থাকবে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না-থাকা যে সব ভোটার ইনিউমারেশন ফর্ম পূরণের পর সন্দেহের তালিকায় রয়েছেন, তাঁদের নথিও এখনই BLO-দের আপলোড করার নির্দেশ দিয়েছে কমিশন।
এদিন থেকে বাদ পড়া ভোটারদের তালিকা টাঙানোর কাজ শুরু হয়েছে। খসড়া তালিকা প্রকাশের আগে রাজ্যের সমস্ত ভোটকেন্দ্রে তালিকা টাঙানোর কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের তথ্য অনুসারে, মোট ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জনের নাম বাদ পড়তে চলেছে। যার মধ্যে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটাররা রয়েছেন। কমিশন সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, এমন ২ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ১৮৮ জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে। যাঁদের নাম ২০০২ সালের তালিকায় না-থাকলেও বাবা-মা বা আত্মীয়ের নাম আছে, এমন ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৪ লক্ষ ৫৫ হাজার ৯৩৯।
সদ্যই ২০০২ সালের ভোটার তালিকায় নাম না-থাকা সন্দেহজনক ভোটারদের নথি আপলোডের জন্য BLO-দের অ্যাপে ‘রিভেরিফাই লজিকাল ডিসক্রিপেন্সি’ নামে একটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে। ওই ট্যাবে সংশ্লিষ্ট বুথের সন্দেহজনক ভোটারদের তালিকা পাঠিয়ে দিয়েছে কমিশন। BLO-দের নির্দেশ দেওয়া হয়েছে, ফর্মে বাবা, মা, ঠাকুরদা ঠাকুরমা বা দাদু-দিদিমাকে আত্মীয় দেখানো বহু ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। ফর্মে দেখানো ‘আত্মীয়’ সংক্রান্ত সংশ্লিষ্ট নথি জোগাড় করে তা আপলোড করতে হবে। যাতে ভোটারের সঙ্গে ওই আত্মীয়ের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। খসড়া তালিকা প্রকাশের আগে BLO-দের এই কাজ পূর্ণ করতে নির্দেশ দিয়েছে কমিশন। ইনিউমারেশন পর্বের শেষে এই ট্যাব যুক্ত হওয়ায় আরও চাপ বাড়ল বলেই মত BLO-দের।