২০২৪: নজর থাকবে কোন পাঁচ ঘটনায়?

বছরভর কোন কোন ঘটনার দিকে নজর থাকবে?

January 1, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
২০২৪: নজর থাকবে কোন পাঁচ ঘটনায়?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শুরু হল নয়া বছর। বছরভর কোন কোন ঘটনার দিকে নজর থাকবে?

লোকসভা ভোট:

বছর পড়তেই ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। NDA বনাম INDIA-র লড়াইয়ের দিকে তাকিয়ে দেশবাসী তথা গোটা বিশ্ব। মোদীর হ্যাটট্রিক হবে নাকি নয়া বছরে নয়া প্রধানমন্ত্রী পাবে দেশ? উত্তর মিলবে নতুন বছরেই। মনে করা হচ্ছে, মার্চে লোকসভার দিন ঘোষণা হতে পারে।

বাইডেন-হাসিনাদের কী হবে?:

পড়শী দেশ, বাংলাদেশে নির্বাচন হবে চলতি মাসে। হাসিনা ফিরবেন কিনা সময় বলবে, সেই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে ভারতের তাও নির্ভর করবে ফলাফলের উপর। ২০২৪ সালে আমেরিকা এবং ব্রিটেনেও নির্বাচন হবে। কে কোন দেশের মসনদে বসবে, তারপর উপর নির্ভর করছে দেশের আন্তর্জাতিক সম্পর্কের অঙ্ক।

টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ:

আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে টি-২০ ওয়ার্ল্ড কাপের আসর বসবে চলতি বছরের জুনে। পঞ্চাশ ওভার ওয়ার্ল্ড কাপ জেতা হয়নি, ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। এবার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ের সুযোগ থাকবে।

প্যারিস অলিম্পিক:

নতুন বছরে অলিম্পিকের আসর বসছে প্যারিসে। ২৬ জুলাই শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। চলবে ১১ আগস্ট অবধি। ভারতের ঝুলিতে ক’টা পদক আসে, সেটাই দেখার।

গগনযান উৎক্ষেপণ:

চন্দ্রযান ৩-এর পর এবার মহাশূন্যে মহাকাশচারী পাঠানোর টার্গেট নিয়েছে ভারত। নতুন বছরেই নভোচরদের নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিতে পারে ভারতের গগনযান। প্রস্তুতি নিচ্ছে ইসরো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen