করোনা আক্রান্ত স্বাস্থ্যভবনের ৫ আধিকারিক সহ ৫০ জন কর্মী
শহরের এক ডজনেরও বেশি সরকারি-বেসরকারি হাসপাতালের কয়েকশ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে করোনাভাইরাসে

প্রায় প্রতিদিনই কলকাতার একের পর এক হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছেন না স্বাস্থ্য দপ্তরের কর্তারাও। বুধবার স্বাস্থ্যভবনের ৫ আধিকারিক-সহ ৫০ জন কর্মীর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে সরকারি সূত্রের খবর।
আক্রান্তদের তালিকায় রয়েছেন করোনাভাইরাস সংক্রান্ত অন্যতম গবেষণা সংস্থা ‘নাইসেড’ (ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস)-এর প্রধান শান্তা দত্ত। তিনি বলেন, ‘‘এই নিয়ে দ্বিতীয়বার করোনাভাইরাস সংক্রমিত হলাম। প্রথম বার হয়েছিলাম টিকা নেওয়ার আগে।’’
শহরের এক ডজনেরও বেশি সরকারি-বেসরকারি হাসপাতালের কয়েকশ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে করোনাভাইরাসে। চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে বুধবার ৬২ জন চিকিৎসক, ২০ জন নার্স-সহ ১০৩ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। ওই হাসাপাতালে যাতে চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয়, সে জন্য ৮ জন চিকিৎসককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন।
এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ-সহ শতাধিক শিক্ষক, চিকিত্সক, ছাত্র, নার্স, স্বাস্থ্যকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বুধবার এনআরএস-এর রোগী-সহ মোট ৩৬০ জনের নমুনা পরীক্ষা হয়ছিল। তার মোধ্য ১৭৮টির রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ, সংক্রমণের হার প্রায় ৫০ শতাংশ।