কালীপুজোর দিন শুভেন্দু-গড়ে ভাঙন বিজেপিতে

৫০ টি বিজেপি পরিবার বৃহস্পতিবার কালীপুজোর দিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

November 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়েই কার্যত মুখ থুবড়ে পড়ল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা পানিপারুল গ্রাম পঞ্চায়েতে ৫০ টি বিজেপি পরিবার বৃহস্পতিবার কালীপুজোর দিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন এগরায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুন কুমার মাইতি।

তৃণমূলে যোগদান করা নবাগতদের মধ্যে অন্যতম প্রণব দাস ও সুকুমার সাহু সহ অন্যান্যরা। গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন দুজন। তাঁরা দল বদলানোয় এলাকায় কার্যত মুখ থুবড়ে পড়ল বিজেপি, এমনটাই রাজনৈতিক মহলের ধারনা। উপস্থিত ছিলেন এগরা ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান সহ অন্যান্যরা।

এগরা ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান বলেন “সাংগঠনিক নির্দেশ মেনেই নবাগতদের তৃণমূল কংগ্রেসের যোগদান করানো হয়েছে। তৃণমূল কংগ্রেসে আরও সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেল৷’’

যদিও এই প্রসঙ্গে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী। তিনি দাবি করে বলেন, “আমাদের কোনও সাংগঠক কিংবা বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেননি। তারা তৃণমূল কর্মী ছিল। তৃণমূল কর্মীকেই আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করাল তৃণমূল। এইসব করে তৃণমূল কংগ্রেস নোংরা প্রচার চালাচ্ছে৷’’ একই সঙ্গে তিনি বলেন, মানুষ সবই দেখতে পাচ্ছেন৷ সঠিক সময়ে মানুষ এর যোগ্য জবাব দেবেন৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen