৫০% Tariff! এবার কী বললেন ৫৬ ইঞ্চি? মোদীকে খোঁচা তৃণমূল সাংসদের

মোদী নিজেকে বিশ্বগুরু বলেন কিন্তু ‘বন্ধু ট্রাম্প’ মোদীর বিশ্বগুরু ইমেজকে কার্যত খান খান করে দিচ্ছেন।

August 6, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১২: অবশেষে সত্যি হল ট্রাম্পের হুমকি। আরও ২৫% শুল্ক (Tariff) ভারতীয় পণ্যের উপর চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (Trump)। অর্থাৎ মোট ৫০% শুল্ক ভারতের উপর চাপিয়ে দিল আমেরিকা। যা নিয়ে নাম না করে মোদীকে খোঁচা দিলেন তৃণমূল সাংসদ।

X পোস্টে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন লিখছেন, “২৫+২৫ =৫০ ট্রম্পের ৫০% শুল্ক নিয়ে কী বলবেন ৫৬ ইঞ্চি।” একই সঙ্গে তিনি লিখছেন, “এখন আমরা জানি নড়বড়ে NDA জোট সরকার কেন সংসদের কাজে বিঘ্ন ঘটায়।”

উল্লেখ্য, মোদী নিজেকে বিশ্বগুরু বলেন কিন্তু ‘বন্ধু ট্রাম্প’ মোদীর বিশ্বগুরু ইমেজকে কার্যত খান খান করে দিচ্ছেন। ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব থেকে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ধমক, একে একে মোদীকে ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন ট্রাম্প। কয়েকদিন আগেই ভারতীয় পণ্যের উপর ২৫% শুল্ক চাপিয়েছিলেন। সঙ্গে জরিমানাও। এবার আরও ২৫% শুল্ক বাড়ালেন। আশঙ্কা করা হচ্ছিল, ট্রাম্পের শুল্কযুদ্ধের প্রভাব ভারতীয় অর্থনীতিকে অন্ধকারে ঠেলে দেব। এখন আরও ২৫% শুল্ক বাড়ল এবং ভারতের উপরেও আমেরিকা সর্বোচ্চ শুল্ক চাপালো। এতে মোদীর বিশ্বগুরু ইমেজ যেমন ধূলিসাৎ হল পাশাপাশি ডাহা ফেল করল ভারতের বিদেশনীতিও।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen