পথকুকুর নিয়ে শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে চিঠি দিলেন ৫০ হাজার পশুপ্রেমী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৩০: পথকুকুরমুক্ত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলি। সম্প্রতি এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ হাজার পশুপ্রেমী চিঠি দিলেন সুপ্রিম কোর্টকে।
জানা গেছে, শুধু দিল্লি থেকেই প্রায় ১০ হাজার নাগরিক এই প্রতিবাদে অংশ নেন। ছাত্রছাত্রী, গৃহবধূ, কর্মরত মানুষ, প্রাণীপ্রেমী- সকলেই তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন নিজের হাতে লেখা চিঠির মাধ্যমে। তাদের দাবি, শীর্ষ আদালত যেন ৭ নভেম্বরের নির্দেশটি পুনর্বিবেচনা করে।
সুপ্রিম কোর্ট কুকুর কামড়ানোর ঘটনাগুলির প্রেক্ষিতে একটি স্বপ্রণোদিত মামলায় ৭ ৭ নভেম্বর নির্দেশ দেয়, স্কুল-কলেজ, হাসপাতাল, স্পোর্টস কমপ্লেক্স, বাস ডিপো, রেল স্টেশন থেকে অবিলম্বে সমস্ত পথকুকুরদের সরিয়ে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে রাখা হোক। নির্বীজকরণ ও টিকাকরণের পরও তাদের আগের জায়গায় আর ছাড়ার অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট জানায় আদালত।
এতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। কারণ, দেশের বর্তমান আইন ABC Rules, 2023 অনুযায়ী নির্বীজকরণ ও টিকা দেওয়ার পরে পথকুকুরদের আবার তাদের পরিচিত এলাকায় ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে। এই নিয়ম মানার জন্য দেশের বহু শহরেই বছরের পর বছর কাজ চলছে। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ সেই নীতির বিরুদ্ধে বলে মনে করছেন প্রাণী অধিকার কর্মীরা।
তাদের দাবি, দেশে এত কুকুরের জন্য পর্যাপ্ত ও মানবিক আশ্রয়কেন্দ্র নেই। ফলে হঠাৎ করে তাদের এলাকা থেকে তুলে নেওয়া হলে মারাত্মক কষ্ট হবে। তাছাড়া, কোনও এলাকায় পরিচিত, টিকাপ্রাপ্ত কুকুর না থাকলে সেই জায়গায় দ্রুত নতুন, অপ্রশিক্ষিত ও সম্ভাব্য আগ্রাসী কুকুর ঢুকে পড়তে পারে। এতে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।