নতুন কৃষকবন্ধু প্রকল্পে উপকৃত ৫৬ লক্ষ কৃষক, ১৬৫৩ কোটি টাকা প্রদান

কৃষকবন্ধু প্রকল্পের অনুদান বাড়িয়ে বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা করেছেন মমতা।

July 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার আগেই রাজ্যের কৃষকদের স্বার্থে নবকলবরে চালু হবে ‘কৃষকবন্ধু’ প্রকল্প (Krishak Bandhu Prokolpo), প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর গদিতে আসীন হওয়ার পরেই কৃষকবন্ধু প্রকল্পের অনুদান বাড়িয়ে বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা করেছেন মমতা। তাঁর সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু হয়েছে গত ১৭ জুন থেকে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার (৩০ জুন) পর্যন্ত রাজ্যের ৫৬ লক্ষেরও বেশি কৃষকের (Farmers) ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে গিয়েছে প্রকল্পের অর্থ, যার পরিমাণ ১৬৫৩ কোটি টাকা।। ওই সূত্রটি জানিয়েছে, প্রকল্পের অর্থের জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে যোগ্য বলে বিবেচিত ৯২ শতাংশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ওই অনুদান। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen