মোদীরাজ্যে বাতিল সাড়ে ছ’লাখ রেশন কার্ড! দুর্নীতিই কি কারণ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: খোদ মোদী, অমিত শাহের রাজ্য গুজরাতে নিঃশব্দে বাতিল হল প্রায় সাড়ে ছ’লাখ রেশন কার্ড। প্রধানমন্ত্রীর রাজ্য ডবল ইঞ্জিন গুজরাতে রেশন উপভোক্তাদের তালিকায় এমন সংশোধন ঘিরে উঠছে প্রশ্ন। উপভোক্তাদের নাম বাদ পড়ার কারণ নিয়েও ঘনাচ্ছে রহস্য। দুর্নীতি কি কারণ? না-কি অন্য কারণ রয়েছে?
২০২০ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত গুজরাতে মোট ৬.৩৪ লাখ রেশন কার্ড বাতিল হয়েছে। ২০২০ সালে তালিকা থেকে ৪৭,৯৩৬ জন উপভোক্তার নাম বাদ পড়ে, ২০২১ সালে বাদ পড়ে ২,১৯,১৫১ নাম, ২০২২ সালে ১,৩২,৩৬২, ২০২৩ সালে ১,৩৫,৩৬২ এবং ২০২৪ সালে বাতিল হয়েছে ৩০,৮৮৯টি কার্ড। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ৬৯,১০২ কার্ড বাতিল হয়েছে। কেন উপভোক্তাদের তালিকা সংশোধন, কোন কারণে বাদ, তা নিয়ে বাড়ছে রহস্য। প্রশ্ন উঠছে, এই বিপুল সংখ্যক কার্ড বাতিলের কারণ ঘিরে।
সূত্রের খবর, তালিকায় নাকি অনেকের নাম একাধিক বার ছিল। অনেক অবৈধ, অযোগ্য উপভোক্তারও নাম ছিল তালিকায়। এখানেই প্রশ্ন, এত তো আদতে দুর্নীতি! আরও দাবি, অনেকের আবার আধার কার্ডের তথ্য ভুলও ছিল। তাই সমস্ত নাম বাদ গিয়েছে। সরকারের দাবি, কোনও বৈধ উপভোক্তার নাম বাদ যায়নি। খবর মিলিছে, যে সব নাম বাদ গিয়েছে, তাঁদের কেউই প্রশাসনের দ্বারস্থ হননি। মৃত এবং স্থানান্তরিত উপভোক্তাদের নামও বাদ দেওয়া হয়েছে। তুঙ্গে উঠেছে বিতর্ক।