আজ দেশের ১৬ তম উপরাষ্ট্রপতি পদে নির্বাচন

দেশের ১৬ তম উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য শনিবার ভোটদান প্রক্রিয়া শুরু হবে সকাল ১০টা থেকে

August 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশের ১৬ তম উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য শনিবার ভোটদান প্রক্রিয়া শুরু হবে সকাল ১০টা থেকে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিআর পদপ্রার্থী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা বিরোধীদের প্রার্থী। সব রাজ্যের বিধানসভায় আজ ভোটগ্রহণ চলবে। বিধায়কদের পাশাপাশি ভোট দেবেন সাংসদরাও।

বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা বৃহস্পতিবার টুইট করে সকল সাংসদদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা দেন। মার্গারেট আলভাকে সমর্থনের কথা ঘোষণা করেছে আম আদমি পার্টি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এছাড়াও বিরোধী প্রার্থীকে সমর্থন করছে শিবসেনা (উদ্ধব শিবির), এনসিপি, কংগ্রেস ও বাম দলগুলি। তবে ভোটদান থেকে বিরত থাকছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen