বেঙ্গালুরুতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ বাংলার ৬ পরিযায়ী শ্রমিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৪: বেঙ্গালুরুতে (Bengaluru) ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হলেন বাংলার ৬ পরিযায়ী শ্রমিক। জানা যাচ্ছে, মঙ্গলবার ভোররাতে গ্যাস লিক করে আগুন লাগে। সকলেই বেঙ্গালুরুর সারজাপুরা এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। অগ্নিদগ্ধ হওয়া প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।
অগ্নিদগ্ধ পরিযায়ী শ্রমিকেরা হলেন, মিনারুল শেখ, জিয়াবুর শেখ, তাজিবুর শেখ, নুরজামাল শেখ, সফিজুল শেখ ও হাসান মল্লিক। এর মধ্যে পাঁচ পরিযায়ী শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। হাসান মল্লিক হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা।
সকলে একটি ঘরে একই সঙ্গে থাকতেন। মঙ্গলবার সেই ঘরে রান্নার গ্যাস লিক করে। তা থেকে আগুন ধরে যায়। ঘুমন্ত অবস্থায় সকলে অগ্নিদগ্ধ হন। ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। খবর পাওয়ার পর পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলি বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।