২০২১ এ সরকারি উদ্যোগে হবে ৬১৭টি মেলা, ৩.৬৪ লক্ষের কর্মসংস্থান হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুন পর্যন্ত বকেয়া খাজনার ক্ষেত্রে সুদ দিতে হবে না বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
December 2, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আগামী বছর বিভিন্ন জেলায় সরকারি উদ্যোগে ৬১৭টি মেলা হবে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি এই সব মেলার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী বছর রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি উদ্যোগে করা হবে ৬১৭টি মেলা (Fairs)। যে সব মেলার মাধ্যমে বিপুল কর্মসংস্থান (Employment) হবে বলেও দাবি করেন মমতা।
কোভিড(Covid 19) পরিস্থিতিতে রাজ্যে বহু মানুষের জমির খাজনা বকেয়া রয়েছে। নিয়ম অনুসারে বকেয়া খাজনার উপর সুদ দিতে হয়। এদিন এই নিয়েও মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুন পর্যন্ত বকেয়া খাজনার ক্ষেত্রে সুদ দিতে হবে না বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।