কুড়ি দিনে ৭ মৃত্যু, অজানা অসুখের আতঙ্ক উত্তরাখণ্ডে

October 16, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৯: বিগত কুড়ি দিনে অজানা অসুখে উত্তরাখণ্ডের আলমোরা জেলার ধাউলা ব্লকে ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যকর্তাদের দাবি, অজানা ভাইরাল সংক্রমণেই অসুস্থতা এবং মৃত্যুর ঘটনা ঘটছে। অদ্ভুত ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসছেন। জেলার স্বাস্থ্য আধিকারিক নবীন চন্দ্র তিওয়ারি জানান, সাত জনের মধ্যে দু’জনের হৃদরোগের মৃত্যু হয়েছে। বাকি পাঁচ জন মৃতের রহস্যজনক উপসর্গ ছিল।

জেলার স্বাস্থ্য আধিকারিক জানান, তাঁরা ১১টি নমুনা সংগ্রহ করেছেন। যার মধ্যে তিনটি রিপোর্টে টাইফয়েড নিশ্চিত হয়েছে। জল সরবরাহ বিভাগকে সমস্ত জলের ট্যাঙ্ক পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামবাসীদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। জলের নমুনা পরীক্ষায় জানা গিয়েছে, জলে কলিফর্ম ব্যাকটেরিয়া রয়েছে।

জেলার স্বাস্থ্য বিভাগ একাধিক উদ্যোগ নিয়েছে। বিবাদি, ফুলাই জাগেশ্বর, খেতি, বাজেলা, কাবরি এবং গোলি সহ ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে আশা কর্মী, সিএইচও এবং ফার্মাসিস্টদের ১৬টি দল মোতায়েন করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। অভিযোগ, প্রান্তিক গ্রামগুলিতে দীর্ঘদিন ধরে যথাযথ স্বাস্থ্য পরিষেবা মিলছিল না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen