৭ যুদ্ধ থামানোর দাবি, তবু কেন ট্রাম্পের নোবেল হাতছাড়া হল?

October 10, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:০৫:  বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সগর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, তিনি ৭টি যুদ্ধ থামিয়েছেন। তাঁর এই দাবিকে সমর্থন করে পাকিস্তান (Pakistan), ইজরায়েল-সহ (Israel) একাধিক দেশ নোবেল কমিটির কাছে সুপারিশও করেছে। এমনকি ট্রাম্প নিজেও নিজেকে শান্তির নোবেলের যোগ্য বলে দাবি করেছেন একাধিকবার। কিন্তু সবকিছুর পরও শান্তির নোবেল পুরস্কার গেল ভেনেজুয়েলার গণতন্ত্রকর্মী মারিয়া করিনা মাচাদোর হাতে।

কেন ট্রাম্প নোবেল পেলেন না? এক নজরে দেখে নিন সম্ভাব্য কারণ

১) ২০২৫ সালের শান্তির নোবেল পুরস্কারের (Nobel Peace Prize) জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ছিল ৩১ জানুয়ারি। ট্রাম্প দায়িত্ব গ্রহণ করেন ১৯ জানুয়ারি। অর্থাৎ মাত্র ১২ দিনের মধ্যে তাঁর কোনও কার্যকরী শান্তি উদ্যোগ নথিভুক্ত হয়নি। ফলে মনোনয়ন তালিকায় তাঁর নাম থাকলেও কার্যত কোনও মূল্যায়নযোগ্য কাজ ছিল না।

২) নোবেল কমিটির (Nobel Committee) নিয়ম অনুযায়ী, পুরস্কার দেওয়া হয় আগের বছরের কাজের ভিত্তিতে। ২০২৪ সালে ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন না। ফলে তাঁর যুদ্ধ থামানোর উদ্যোগ বা আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টা এই সময়ের মধ্যে গণ্য হয়নি।

৩) ইজরায়েল, কম্বোডিয়া, ইউক্রেন, সুইডেনসহ- বিভিন্ন দেশের নেতারা ট্রাম্পের পক্ষে সওয়াল করলেও, মনোনয়ন জমা দেওয়া মানেই নোবেল পাওয়ার দৌড়ে থাকা নয়। নোবেল কমিটি মনোনীতদের নাম প্রকাশ করে না, শুধুমাত্র বিজেতার নামই জানায়।

৪) নোবেল কমিটির বক্তব্য অনুযায়ী, স্থায়ী শান্তির জন্য গণতন্ত্র অপরিহার্য। বর্তমান বিশ্বে গণতন্ত্রের অবনতি এবং কর্তৃত্ববাদী শাসনের উত্থান শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। মাচাদো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে চলেছেন, তাই তাঁর হাতে উঠেছে শান্তির নোবেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen