বছরের শুরুতেই ভাঙন বিজেপিতে, সাঁকরাইলে তৃণমূলে যোগ দিল ৭০ টি পরিবার
বছরের শুরুতেই ভাঙন গেরুয়া শিবিরে

বছরের শুরুতেই ভাঙন গেরুয়া শিবিরে। শনিবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল সাঁকরাইল ব্লকের দুধকুণ্ডী বুথের ৭০ টি পরিবার।
এদিন সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি কমলাকান্ত রাউত আনুষ্ঠানিক ভাবে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন ।ওই তৃণমূল নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য সর্বস্তরের মানুষকে তৃণমূলের পাশে থাকার জন্য আহ্বান জানান।তাঁর দাবি, আগামী দিনে এই এলাকায় বিজেপির কোনও অস্তিত্বই থাকবে না । বিজেপির ঝান্ডা ধরার লোকও খুঁজে পাওয়া যাবে না সাঁকরাইলে।
যে সব পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে এল, তাদের তরফে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তৃণমূলে যোগ। বিজেপিত্যাগী ওই সব পরিবারের সদস্যদের অভিযোগ, বিজেপি সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে এলাকায়। তাই তাদের সঙ্গে থাকা সম্ভব নয়।