আবির-তনুশ্রীর ‘ডিপ ফ্রিজ’ পেল জাতীয় স্বীকৃতি, আনন্দে আত্মহারা টলিউড
সংবাদমাধ্যমিকে দেওয়া সাক্ষাৎকারে আবির চট্টোপাধ্যায় বলেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। একই দিনে আমার জাতীয় পুরস্কার প্রাপ্তি এবং নতুন ছবির মুক্তি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.২২: চলচ্চিত্র প্রেমীদের জন্য ১ আগস্ট ছিল এক গর্বের দিন। কারণ এদিনই ঘোষিত হয়েছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল। এবারে সেরা বাংলা ছবির স্বীকৃতি পেয়েছে পরিচালক অর্জুন দত্তের ছবি ‘ডিপ ফ্রিজ’(Deep Fridge)। সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদের পরবর্তী মানসিক জটিলতা, আবেগ ও যন্ত্রণার মিশিয়ে তৈরি। এই ছবিটি এর আগেও একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatarjee)ও তনুশ্রী চক্রবর্তী(Tanushree Chakrabarty)। এ ছাড়া রয়েছেন দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখ। আবিরের চরিত্রের নাম ছিল স্বর্ণাভ, আর তনুশ্রীর চরিত্র মিলি। দীর্ঘদিনের বিচ্ছেদ সত্ত্বেও জীবনের জটিল বাঁকে দুই প্রাক্তনের পুনরায় মুখোমুখি হওয়া এবং তাদের অপ্রকাশ্য অনুভূতির টানাপোড়েনই এই ছবির মূল নির্যাস।
সংবাদমাধ্যমিকে দেওয়া সাক্ষাৎকারে আবির চট্টোপাধ্যায় বলেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। একই দিনে আমার জাতীয় পুরস্কার প্রাপ্তি এবং নতুন ছবির মুক্তি—এই আনন্দে আমি আপ্লুত।”
অন্যদিকে তনুশ্রী চক্রবর্তী জানান, “এই বছর এত ভালো ভালো বাংলা ছবি ছিল। তার মধ্য থেকে ‘ডিপ ফ্রিজ’ সেরার স্বীকৃতি পেয়েছে, এটা ভীষণ আনন্দের। অর্জুন দত্ত এই সম্মান একেবারেই প্রাপ্য। এর আগেও আমার অভিনীত ‘গুমনামি’ জাতীয় পুরস্কার জিতেছিল। এবারও এই সাফল্যে আমি গর্বিত।”
‘ডিপ ফ্রিজ’ কেবলমাত্র একটি সম্পর্কের গল্প নয়, এটি ভাঙনের পরেও থেকে যাওয়া আবেগ ও নীরব যন্ত্রণার এক নিখুঁত চিত্রায়ন। অর্জুন দত্ত তার পরিচালনার মাধ্যমে এক জটিল সম্পর্ককে পর্দায় যেভাবে তুলে ধরেছেন, তা প্রশংসনীয়।