71st National Film Awards: শাহরুখ-বিক্রান্ত যুগ্ম সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী রানি, জাতীয় পুরস্কার পেল কোন বাংলা ছবি?
টুয়েলভথ ফেল ছবিটি পেয়েছে সেরা ফিচার ফিল্ম-এর খেতাব। সেরা পরিচালক হয়েছেন সুদীপ্ত সেন, তাঁর বিতর্কিত অথচ জনপ্রিয় ছবি দ্য কেরল স্টোরি’র জন্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.০০: ঘোষিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ঘোষণা করা হল ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন শাহরুখ। তবে তিনি একা নন—এই পুরস্কার ভাগ করে নিয়েছেন বিক্রান্ত ম্যাসির সঙ্গে, যিনি ‘টুয়েলভথ ফেল’ ছবিতে নিজের চরিত্রে সংবেদনশীল ও অনুপ্রেরণামূলক অভিনয়ের মাধ্যমে সমালোচকদের মন জয় করেছেন।
সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন রানি মুখোপাধ্যায়। বাস্তব কাহিনি অবলম্বনে তৈরি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে একজন মায়ের আবেগ, লড়াই ও দৃঢ়তাকে পর্দায় নিখুঁতভাবে তুলে ধরেছেন তিনি। তিনিও এই প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন।
এছাড়াও, টুয়েলভথ ফেল ছবিটি পেয়েছে সেরা ফিচার ফিল্ম-এর খেতাব। সেরা পরিচালক হয়েছেন সুদীপ্ত সেন, তাঁর বিতর্কিত অথচ জনপ্রিয় ছবি দ্য কেরল স্টোরি’র জন্য।
গান ও সঙ্গীত বিভাগেও উল্লেখযোগ্য পুরস্কার এসেছে। জওয়ান ছবির ‘চালেয়া’ গানের জন্য সেরা গায়িকা হয়েছেন শিল্পা রাও। সেরা গায়ক নির্বাচিত হয়েছেন পিভিএন এস রোহিত, বেবি ছবির একটি গানের জন্য।
নির্বাচিত পুরস্কারের তালিকা, একনজরে:
- সেরা ফিচার ফিল্ম: টুয়েলভথ ফেল
- সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
- সেরা অভিনেত্রী: রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
- সেরা পরিচালক: সুদীপ্ত সেন (দ্য কেরল স্টোরি)
- সেরা গায়িকা: শিল্পা রাও (চালেয়া, জওয়ান)
- সেরা গায়ক: পিভিএন এস রোহিত (বেবি)
- সেরা পপুলার সিনেমা: রকি অউর রানি কি প্রেম কাহানি
- সেরা সমাজ সচেতনতামূলক ছবি: শ্যাম বাহাদুর
- সেরা বাংলা ছবি: ডিপ ফ্রিজ
- সেরা হিন্দি ছবি: কাঁঠাল: আ জ্যাকফ্রুট
- সেরা কোরিওগ্রাফি: ঢিন্ডোরা বাজে রে! (রকি অউর রানি)
- সেরা গীতিকার: বালাগাম (ওরু পাল্লেতুরু)
- সেরা সঙ্গীত পরিচালনা: ভাতি (তামিল)
- সেরা আবহ সঙ্গীত: অ্যানিমাল
- সেরা মেকআপ: শ্রীকান্ত দেশাই (শ্যাম বাহাদুর)
- সেরা পোশাক: শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (শ্যাম বাহাদুর)
- সেরা প্রোডাকশন ডিজাইন: এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)
- সেরা সম্পাদনা: পোক্কালাম
- সেরা সাউন্ড ডিজাইন: অ্যানিমাল
- সেরা চিত্রনাট্য: বেবি (তেলুগু)
- সেরা সংলাপ: সির্ফ এক বান্দা কাফি হ্যায়
- সেরা সিনেম্যাটোগ্রাফি: দ্য কেরল স্টোরি
- সেরা অ্যাকশন পরিচালক: হনু-মান (তেলুগু)