অসুস্থ শরীরে শুনানিতে, মাথা ফাটল ৭২ বছরের বৃদ্ধের

January 4, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৯: সন্তানসম্ভবা মহিলা থেকে অসুস্থ বৃদ্ধ, রেহাই নেই কারও। বিজ্ঞপ্তি রয়েছে কিন্তু বাস্তবায়ন নেই! একের পর এক অভিযোগ উঠছে শুনানি ঘিরে। কাঠগড়ায় কমিশন। এবার শুনানিতে গিয়ে মাথা ফাটল বৃদ্ধের।

অসুস্থ অবস্থাতেই শুনানিতে হাজিরা দিতে গিয়েছিলেন ৭২ বছরের বৃদ্ধ ভরতচন্দ্র সামন্ত। সেখানে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। পড়ে গিয়ে মাথাও ফেটে যায়। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের বিডিও অফিসের শুনানিকেন্দ্রের সামনে।

তারকেশ্বর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভরত সামন্ত ও তাঁর স্ত্রী চিত্রলেখা সামন্তকে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছিল। ২০০২ সালের ভোটার লিস্টে তাঁদের নাম নেই। অসুস্থ হওয়া সত্ত্বেও হাজিরা দিতে টোটো ভাড়া করে বিডিও অফিসে আসেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের কথায়, টোটো থেকে নামতে গিয়ে রাস্তায় পড়ে যান ভরত সামন্ত। মাথা ফেটে যায়, শুরু হয় রক্তক্ষরণ।

শুনানিতে আসা কিছু মানুষ তাঁকে দ্রুত পাশের এক চিকিৎসকের কাছে নিয়ে যান। পুলিশ ও বিডিও অফিসের কর্মীদের সহযোগিতায় তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রশ্ন উঠছে, অসুস্থ ও বয়স্কদের জন্য নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে, তবুও কেন অসুস্থ ও প্রবীণ মানুষদের শুনানির জন্য অফিসে আসতে হচ্ছে?

প্রতিবাদে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী, সমর্থকেরা। তৃণমূলের অভিযোগ, অসুস্থ-বয়স্কদের বাড়িতে গিয়ে শুনানির কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। উল্লেখ্য, ৮৫ বছরের ঊর্ধ্বের নাগরিক, বিশেষভাবে সক্ষম, যে কোনও বয়সের অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে, তাঁদের বাড়িতে গিয়েই শুনানি করা হবে, গত সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে সিইও দপ্তর (CEO Office)। কিন্তু বাস্তবে ছবিটা একেবারেই আলাদা। অন্তত হয়রানি ছবিতে তাই স্পষ্ট হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen