গুগল ট্রেন্ডিংয়ের শীর্ষে হঠাৎ ‘৭৭৭’! এই তিন অঙ্কের সংখ্যার আসল রহস্য কী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০৪: ইন্টারনেটে কোনও প্রশ্নের উত্তর বা তথ্য অনুসন্ধানের জন্য গুগলের (Google) কোনও বিকল্প নেই। এক ক্লিকেই বিশ্বব্রহ্মাণ্ডের খবর হাতের মুঠোয়। আর এই অনুসন্ধানের ভিত্তিতেই গুগল তৈরি করে তাদের ‘ট্রেন্ডিং’ তালিকা। সম্প্রতি সেই তালিকায় হঠাৎই ঝড় তুলেছে তিন অঙ্কের একটি বিশেষ সংখ্যা ‘৭৭৭’। বৃহস্পতিবার থেকে বিশ্বজুড়ে নেট নাগরিকরা হুমড়ি খেয়ে পড়ছেন এই সংখ্যাটি সার্চ করতে। কিন্তু কেন?
প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। কেউ ভাবছেন এটি কোনো ‘ম্যাজিক নম্বর’, আবার কেউ মনে করছেন এটি কোনো গোপন সংকেত বা লাকি নম্বর। সমাজমাধ্যমেও শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে এই রহস্যের জট খুললে দেখা যায়, এর নেপথ্যে কোনও অলৌকিক বা গোপন ঘটনা নেই, বরং রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবার (International air services) এক বিশাল ঘোষণা।
‘৭৭৭’ সংখ্যাটি ট্রেন্ডিং হওয়ার মূল কারণ হলো ফরাসি বিমান সংস্থা ‘এয়ার ফ্রান্স’-এর (Air France) একটি সাম্প্রতিক ঘোষণা। সংস্থাটি তাদের বিলাসবহুল ‘লা প্রিমিয়ার’ (La Première) ফ্লাইট পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিষেবায় যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক ‘বোয়িং ৭৭৭-৩০০ইআর’ (Boeing 777-300ER) বিমান।
এয়ার ফ্রান্স (France) জানিয়েছে, প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের আটলান্টা, বোস্টন, হিউস্টন এবং ইসরায়েলের তেল আভিভ- এই চারটি নতুন রুটে চলবে এই বিশেষ বিমানগুলো। ভ্রমণপিপাসু ও অভিজাত যাত্রীরা এই নতুন বিলাসবহুল বিমানের খুঁটিনাটি জানতে চাওয়ার ফলেই গুগলে ‘৭৭৭’ লিখে সার্চ করার ধুম পড়েছে।
বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটি তার উন্নত প্রযুক্তি এবং বিলাসবহুল পরিষেবার জন্য পরিচিত। এয়ার ফ্রান্সের এই বিমানগুলিতে থাকছে লা প্রিমিয়ার স্যুট এবং বিজ়নেস ক্লাস কেবিন, যা যাত্রীদের দেবে এক রাজকীয় অভিজ্ঞতা। সংস্থাটির মতে, এই নতুন সংযোজনের ফলে তাদের লা প্রিমিয়ার নেটওয়ার্ক প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পাবে।
২০০৪ সালে প্রথম উড্ডয়ন করা এই বিমানটি একনাগাড়ে প্রায় ১১,১৬৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এবং এতে প্রায় ৫৫০ জন যাত্রী যাতায়াত করতে পারেন। আগামী ১৫ ডিসেম্বর থেকে তেল আভিভ রুটে এবং নতুন বছরের মার্চ মাস থেকে আটলান্টা রুটে এই পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে।
কৌতূহল জাগানো বিষয় হলো, এই বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের বিমানটি ভারতের ভিভিআইপিদের (VVIP) সুরক্ষার সঙ্গেও যুক্ত। ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ব্যবহারের জন্য বিশেষায়িত ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ বিমানগুলোও আসলে এই একই মডেলের। প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা মূল্যের এই বিমানগুলোতে রয়েছে কনফারেন্স রুম, মিনি হাসপাতাল এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।
তবে কেবল বিমান পরিষেবাই নয়, নেটাগরিকদের একাংশ ‘৭৭৭’ সংখ্যাটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখছেন। সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুযায়ী, ৭ সংখ্যাটি ভাগ্য, নতুন সূচনা ও ঐশ্বরিক শক্তির সঙ্গে যুক্ত। অন্যদিকে, ক্যাসিনো ও গেমিং জগতেও ‘৭৭৭’ হলো জ্যাকপট জয়ের প্রতীক।