স্বস্তি দিয়ে রাজ্যে আরও কমল করোনা সংক্রমিতের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩৯
গত ২৪ ঘন্টায় করোনার বলি ২ জন।
August 7, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৬৩৯ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৯৯ হাজার ০৫৬। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ২ জন।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৯৫ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৬৯ হাজার ৮১৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৬১ শতাংশ।
একদিনে ১১ হাজার ৯৭৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৫.৩৪ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ১ লক্ষ ৫২ হাজার ৯৪৩ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ১০ লক্ষ ৩৬৫ হাজার ৫১৪ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।