ধুলোর ঝড়ে মুম্বইয়ের বিলবোর্ড ভেঙে মৃত ৮, আহত ৫৯, দেখুন ভিডিও
সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ছেড়া নগর জিমখানার কাছে দুর্ঘটনা ঘটে।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সোমবার হঠাৎ করেই প্রবল বেগে ধুলোর ঝড়ের তান্ডব চলল মুম্বইয়ে, যার জেরে ভাঙল বিলবোর্ড। ঘাটকোপার এলাকার একটি পেট্রোল পাম্পের উপর ভেঙে পড়ে লোহার বিশালাকার বিলবোর্ড। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আটজনের, আহত অন্তত ৫৯। বিলবোর্ডের নীচে অনেকেই চাপা পড়েন যান। সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজ শুরু হয়।
সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ছেড়া নগর জিমখানার কাছে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঝড়ের জেরে পেট্রল পাম্পের উপর ভেঙে পড়ে ১০০ ফুট উঁচু বিলবোর্ড। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে মমতা লেখেন, মুম্বইয়ে ধুলো ঝড়ে বিলবোর্ড পড়ে যাওয়ার ঘটনায় তিনি দুঃখিত। মৃতদের পরিবারকে সমবেদনা জানান তিনি।