গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ৮৯৯ জন, মৃত্যু ২০ জনের
দেশে অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ০.০২ শতাংশে।
May 18, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৮৯৯ জন।
দেশে অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ০.০২ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১০ হাজার ১৭৯ জন। একদিনে করোনায় মৃত ২০ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩১ হাজার ৮১৪ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪৪ লক্ষ ৪২ হাজার ০৬৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১০০ জন। সুস্থতার হার ৯৮.৭৯ শতাংশ।