মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে পদপিষ্ট হয়ে আহত অন্তত ৯, গুরুতর যখম দুই

প্রবল ভিড়ে মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে পদপিষ্ট হয়ে আহত হলেন ৯ জন। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ট্রেন ধরার তাড়াহুড়োতে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা স্থিতিশীল হলেও দু’জন গুরুতর জখম হয়েছেন।

October 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রবল ভিড়ে মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে পদপিষ্ট হয়ে আহত হলেন ৯ জন। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ট্রেন ধরার তাড়াহুড়োতে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা স্থিতিশীল হলেও দু’জন গুরুতর জখম হয়েছেন।

জানা যাচ্ছে, গোরক্ষপুর যাওয়ার ট্রেন ১ নং প্ল্যাটফর্মে এলে বিপুল সংখ্যক মানুষ ট্রেনে ওঠার চেষ্টা করেন। শুরু হয় হুড়োহুড়ি। অভিযোগ উঠছে, ট্রেন লেট করাতেই বিপত্তি ঘটে। জেনারেল কামরায় ওঠার ধাক্কাধাক্কিতে দুর্ঘটনা ঘটে যায় বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকলেই ভাবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে রক্তের দাগও লক্ষ করা যাচ্ছে। আহতদের একজনের মেরুদণ্ডে চোট লেগেছে। বাকিদের মূলত পায়ে আঘাত লেগেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen