জম্মু-কাশ্মীরে ভারী বর্ষণে বিপর্যয়, মৃত অন্তত ৯, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

মঙ্গলবার রিয়াসি জেলায় বৈষ্ণোদেবী মন্দিরগামী পথে ভূমিধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ তীর্থযাত্রীর।

August 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৯: অবিরাম বর্ষণে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন প্রান্তে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। মঙ্গলবার রিয়াসি জেলায় বৈষ্ণোদেবী মন্দিরগামী পথে (vaishno devi route) ভূমিধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ তীর্থযাত্রীর। জখম হয়েছেন আরও ১৪ জন। বিপজ্জনক পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা।

১২ কিমি দীর্ঘ যাত্রাপথের প্রায় অর্ধেকের জায়গায় এই বিপর্যয় ঘটে। তার আগে প্রবল বৃষ্টির কারণে সকালে হিমকোটি রুট বন্ধ করে দেওয়া হয়েছিল। দুপুর দেড়টা পর্যন্ত পুরনো পথে যাত্রা চললেও ভূমিধসের পর সেটিও বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে টানা তিনদিনের বৃষ্টিতে রাজ্যজুড়ে জীবনে অস্বাভাবিক বিপর্যয় নেমে এসেছে। রেল দফতর জানিয়েছে, কাত্রা থেকে চলাচলকারী অন্তত ১৮টি ট্রেন বাতিল করতে হয়েছে। পাঠানকোট ক্যান্ট থেকে কন্দরোরির মধ্যে চাক্কি নদীর তীর ভেঙে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় রেল যোগাযোগও ব্যাহত হয়েছে।

রামবন জেলার চান্দেরকোট, কেলা মোড় এবং ব্যাটারি চেশমায় জাতীয় সড়কে ভূমিধস ও পাথর গড়িয়ে পড়ায় ২৫০ কিমি দীর্ঘ জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ রয়েছে। উদমপুর ও ক্বাজিগুন্দেও যান চলাচল সম্পূর্ণ স্থগিত।

কিশ্তওয়ারের পদ্দের রোড, রামনগর-উদমপুর রুট, জঙ্গলওয়ার-থাথরি রোডসহ একাধিক সড়ক ধসে ভেঙে পড়েছে বা আটকে গিয়েছে। কাঠুয়ায় সাহার খাদের ওপর সেতু ভেঙে পড়ায় জম্মু-পাঠানকোট হাইওয়েতেও যান চলাচল বন্ধ।

উল্লেখ্য, দিনের শুরুতেই ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টিতে হড়পাবান দেখা দেয়। তার জেরে বন্ধ করতে হয় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। একাধিক জায়গায় নতুন করে ভূমিধসের কারণে বিপদ আরও বেড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen