উস্কানিমূলক মন্তব্যের জের বারাসত মেডিক্যাল কলেজ থেকে বিতাড়িত ৯ ডাক্তারি পড়ুয়া

বারাসত সরকারি মেডিক্যাল কলেজের ন’জন পড়ুয়া হস্টেলে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। হস্টেলের পরিস্থিতিও উত্তপ্ত হতে শুরু করে

May 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠল, মেডিক্যাল কলেজের হস্টেলে কয়েকজন হবু চিকিৎসকের বিরুদ্ধে। কলেজ কর্তৃপক্ষ জানতেই হস্টেল থেকে ৯ জন পড়ুয়াকে বিতাড়িত করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করেছে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তি ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অশোকনগরের এক তরুণী নিজের ফেসবুক পেজে কিছু উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন। অভিযোগ, ওই তরুণীকে ধর্ষণের হুমকির মুখেও পড়তে হয়েছিল। থানায় অভিযোগ অবধি করা হয়। আমডাঙার বোদাই গ্রামের এক যুবকও বিতর্কিত পোস্ট করেন ফেসবুকে। ওই পোস্টকে কেন্দ্র করেও ধুন্ধুমার কাণ্ড ঘটে। বোমাবাজি, পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়া, এমনকী পুলিশের গাড়িতে ভাঙচুর পর্যন্ত চালানো হয়। এই আবহে বারাসত সরকারি মেডিক্যাল কলেজের ন’জন পড়ুয়া হস্টেলে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। হস্টেলের পরিস্থিতিও উত্তপ্ত হতে শুরু করে।

কলেজ সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের সাত জন ও প্রথম বর্ষের দু’জন ডাক্তারি পড়ুয়া উস্কানিমূলক মন্তব্য করেন। অন্যান্য কয়েকজন আবাসিকের সঙ্গে তাঁদের তুমুল তর্কাতর্কি ও বচসা শুরু হয়। বিতর্কে নাম জড়ানো পড়ুয়াদের হস্টেল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়ার পরেই কর্তৃপক্ষ কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করে। ন’জনকেই সরিয়ে দেওয়া হয়েছে হস্টেল থেকে। তাঁদের পড়াশোনার ক্ষেত্রে কোনও আপত্তি করা হয়নি। প্রত্যেকেই ক্লাস করছে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen