৯৯.৭৪ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি, ৩ কোটি ফর্ম ডিজিটাইজ: নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩.০০: শনিবার রাতে ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India) জানাল, রাজ্যের প্রায় সমস্ত ভোটারের হাতে পৌঁছে গিয়েছে এনুমারেশন ফর্ম (Enumeration form)। মাত্র ২ লক্ষ মানুষের হাতে ফর্ম পৌঁছনো বাকি। কমিশনের হিসাবে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যের ৭.৬৬ কোটি ভোটারের মধ্যে ৭ কোটি ৬৪ লক্ষ মানুষ ফর্ম পেয়েছেন। অর্থাৎ, মোট ভোটারের ৯৯.৭৪ শতাংশের কাছে ফর্ম বিলি সম্পূর্ণ হয়েছে।
এর মধ্যে প্রায় ৪১.২ শতাংশ ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ডিজিটাইজ (Digitized) হওয়া ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ১৫ লক্ষ। কমিশন সূত্রে খবর, বিহারের পরে দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পুরোদমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর কাজ চলছে।
৪ নভেম্বর থেকে শুরু হওয়া ফর্ম বিলি ও জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হবে আগামী ৪ ডিসেম্বর। ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। বর্তমানে এই প্রক্রিয়ার তৃতীয় সপ্তাহ চলছে। হাতে সময় কম থাকায় কমিশন আরও গতি আনতে চাইছে।
এদিকে, উত্তর কলকাতার বেলেঘাটার সাত জন বুথ স্তরের আধিকারিককে (BLO) শো-কজ করেছে কমিশন। অভিযোগ, তাঁরা এখনও পর্যন্ত খুবই কম সংখ্যক ফর্ম ডিজিটাইজ করেছেন। কেন কাজে দেরি হচ্ছে, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে তাঁদের কাছে।