রাজ্য বিভাগে ফিরে যান

আগামী বছরের গোড়াতেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, জেনে নিন তারিখ

November 8, 2021 | < 1 min read

আগামী বছর বাংলা নববর্ষের গোড়াতেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। আগামী বছর ২০-২১ এপ্রিল এই দু’দিন বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এই ঘোষণা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।সম্ভবত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে সম্মেলন।

রাজ্য সরকার সুত্রে জানা গিয়েছে, এ নিয়ে একটি নির্দিষ্ট কমিটিও তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেই কমিটিতে আছেন। বিশ্ব বাণিজ্য সম্নেলন নিয়ে শিল্পপতিদের খুব শীঘ্রই সবিস্তার জানানো হবে।

২০১৯-২০ এই দু’বছর ধরে অবশ্য ওই বাণিজ্য সম্মেলন হয়নি। করোনা পরিস্থিতির জেরেই গত দু’বছর এই সম্মেলন আয়োজন করা হয়নি। দু’বছর পর ফের ওই সম্মেলনের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। যার মূল লক্ষ্য, এ রাজ্যে বিনিয়োগ টেনে আনা।

এর আগে রাজ্য সরকার আয়োজিত ওই সম্মেলনে দেশ-বিদেশের শিল্পপতি এবং শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। ফলে ২০২২ সালের সম্মেলনেও দেশ-বিদেশের প্রতিনিধিরা যোগ দিতে চলেছেন। এ বারের লক্ষ্য, আগের চেয়ে আরও বড় আকারে এই সম্মেলন আয়োজন করা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal Global Business Summit

আরো দেখুন