রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে মোট করোনা টেস্ট ১ লক্ষ ছাড়ালো

May 20, 2020 | < 1 min read

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১৩৬ জন। মৃত্যু হয়েছে। ৬ জনের। অর্থাৎ করোনার কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের পরিমাণ ২ হাজার ৯৬১। এর মধ্যে সক্রিয় কেসের সংখ্যা ১ হাজার ৬৯৭।

স্বরাষ্ট্রদফতর সূত্রে জানা গিয়েছে, শেষ কয়েক দিনে সবচেয়ে বেশি করোনা রোগী আসছে কলকাতা জেলা থেকে। তবে আশার খবর, গত চব্বিশ ঘণ্টায় ৬৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ যাবৎ সুস্থ হয়েছেন ১০৭৪ জন করোনা রোগী। শতকরার হিসেবে মোট ৩৬.২৭ শতাংশ এখন করোনা মুক্ত।

স্বরাষ্ট্রদফতর এ দিন জানিয়েছে, করোনা পরীক্ষায় ১ লক্ষ ছাড়াল রাজ্য। ধাপে ধাপে বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৮ হাজার ৭১২ জনের দেহে। আগামী দু’দিন আমফান বিপর্যয়ের কারণে এই পরীক্ষার হার কমতে পারে, মনে করছেন স্বাস্থ্য পরীক্ষকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Corona Update

আরো দেখুন