কলকাতা বিভাগে ফিরে যান

উৎসবের আমেজে ফের সুখবর, কলকাতা বইমেলার সূচি ঘোষণা রাজ্যের

November 8, 2021 | < 1 min read

বইপ্রেমীদের জন্য সুখবর। আগামী বছরের কলকাতা বইমেলার (Kolkata Book Fair) দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। জানা গিয়েছে, ৩১ জানুয়ারি কলকাতা বইমেলা শুরু হবে, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ আটদিন চলবে মেলা। 

বইপ্রেমীরা সারাবছর অপেক্ষা করে থাকেন কলকাতা বইমোলার। চলতি বছর অর্থাৎ ২০২১ সালে করোনা বাদ সেধেছে বইমেলায়। বছরের শুরুতে পরিস্থিতি করোনা (Corona Virus) খানিকটা আয়ত্তে এলে মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। কারণ, যতটা সময় এগিয়েছে, বেড়েছে সংক্রমণ। যার জেরে কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি হয় রাজ্যে। বন্ধ হয়ে যায় ট্রেন-বাস। যার জেরে শেষমেশ আয়োজন করা যায়নি বইমেলার। ফলে মুখ ভার হয়েছিল অনেকেরই। 

সোমবার একটি বৈঠকে আগামী বছরের কলকাতা বইমেলার দিনক্ষণ স্থির করল রাজ্য। জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারি ৩১ তারিখ অর্থাৎ সোমবার শুরু হবে বইমেলা। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সেক্ষেত্রেও করোনাবিধি মেনেই সমস্ত রকম আয়োজন করা হবে। তবে এবছর বইমেলার থিম কী হবে তা এখনও জানা যায়নি। 

উল্লেখ্য, সাধারণত কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair) শুরু হয় জানুয়ারির শেষে। আগে ১০ দিন ধরে চলত মেলা। পরবর্তীতে তা পরিবর্তন করে ১২ দিন করা হয়। তবে এছর বইমেলা হবে ৮ দিন ধরে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Kolkata Book Fair, #Book Fair

আরো দেখুন