কলকাতা বিভাগে ফিরে যান

রাজ্যের হাসপাতালগুলিতে ফায়ার অডিট করার নির্দেশ নবান্নের

November 8, 2021 | < 1 min read

সম্প্রতি বিভিন্ন রাজ্যে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে প্রাণ হারাচ্ছেন অনেক রোগী। এই উদাহরণ দেখে সতর্ক রাজ্য সরকার। সরকারি মেডিক্যাল কলেজ (Medical College) ও হাসপাতালগুলিতে ফায়ার অডিট করার নির্দেশ দিল নবান্ন। বিশেষত আইসিইউ এবং যেখানে রোগীরা ভর্তি থাকেন, সেই জায়গাগুলির ফায়ার অডিট করার নির্দেশ দিয়েছে রাজ্যের দমকল দপ্তর।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক দিনের ফায়ার অডিট রিপোর্ট পাঠাতে হবে দপ্তরের ডিজিকে। ইতিমধ্যে প্রতি জেলাতেও এই কাজ শুরু করার নির্দেশ জারি হয়েছে। প্রত্যেকটি জেলাতেই জেলার দায়িত্বপ্রাপ্ত ফায়ার অফিসাররা একটি টিম তৈরি করে জেলাশাসকের নেতৃত্বে এই অডিট (Audit) করবেন। সম্প্রতি মুম্বইয়ের এক কোভিড (Covid) হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। তাতে একাধিক রোগীর মৃত্যু হয়। তার পরই তৎপর হয় রাজ্যের দমকল দপ্তর। এই নির্দেশিকা জারি করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna

আরো দেখুন