কলকাতা বিভাগে ফিরে যান

আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক চিকিত্‍সক সহ ৩ জন

November 9, 2021 | < 1 min read

আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ এক চিকিত্‍সক সহ ৩ জনকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে খবর, হুমকি চিঠি টাইপ করার অভিযোগে গতকাল প্রথমে গ্রেপ্তার করা হয় টাইপিস্ট বিজয় কুমার কয়ালকে। তাঁকে জেরা করেই উঠে আসে চিকিত্‍সক অরিন্দম সেনের নাম। অভিযোগ, এই অরিন্দম সেনই বিভিন্ন লোককে হুমকি চিঠি পাঠাতেন। এ কাজে সাহায্য নিতেন তাঁর গাড়ির চালক রমেশ সাউয়ের। রমেশকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে একটি চিঠি আসে। চিঠিটি এসেছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নামে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে হুমকি-চিঠিতে বলা হয়, তাঁর স্বামীকে কেউ বাঁচাতে পারবে না। হুমকি-চিঠির ব্যাপারে জানার পরেই তৎপর হয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হয়। সেই ঘটনাতেই গ্রেপ্তার করা হল এই তিনজনকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#doctors, #letter, #Alapan Banerjee, #arrest, #threat

আরো দেখুন