রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমেছে সংক্রমণ, সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ

November 9, 2021 | 2 min read

ফের বাড়ল রাজ্যের দৈনিক করোনা (Corona Virus) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতার আক্রান্তের সংখ্যা ছাড়াল দু’শো। বেড়েছে অ্যাকটিভ কেসও। তবে কমেছে সংক্রমণের হারও। সবমিলিয়ে জগদ্ধাত্রী পুজোর আগে ফের একবার চিন্তা বাড়াল রাজ্যের কোভিডগ্রাফ।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবারের পরিসংখ্যান বলছে, একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৭৮৮ জন। যা আগের দিনের তুলনায় বেশকিছুটা বেশি। কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনার বলি রাজ্যের ১২ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২০২ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। কয়েকদিন কলকাতার দৈনিক সংক্রমণ ২০০’র নিচে ছিল। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৪৬ জন।

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি।একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৫ জন। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৭০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৯৯,৮৭৯। সংক্রমণের হার কমে দাঁড়াল ২.১২ শতাংশ।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। একদিনে দুই জেলাতেই করোনার বলি ৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ২৫২ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৫৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭২, ৭১১। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।

এদিকে এদিনও করোনাযুদ্ধে পরাস্ত হয়েছেন এক কোভিড যোদ্ধা। প্রয়াত হলেন বালুরঘাট হাসপাতালের চিকিৎসক কৌশিক ঘোষ। জানা গিয়েছে, তিনি কোভিড আক্রান্ত হয়ে বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রের কোভিড হাসপাতালে ভরতি ছিলেন। সোমবার রাতে এই বিশিষ্ট চিকিৎসকের কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Virus, #covid-19

আরো দেখুন