ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

৫৩ রানের মধ্যে জস বাটলার (২৪ বলে ২৯ রান) এবং জনি বেয়ারস্টো (১৭ বলে ১৩ রান) ফিরে গেলেও তাই ভেঙে পড়েনি তারা।

November 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

টি২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড। ২০১৯ সালের বদলা নিল কিউয়িরা। ৫ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিল নিউজিল্যান্ড।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উইলিয়ামসন। শুরু থেকে ইংল্যান্ডের রান আটকে রাখলেও উইকেট ফেলতে পারছিলেন না ট্রেন্ট বোল্টরা। সেই সুযোগটাই কাজে লাগায় ইংল্যান্ড। ৫৩ রানের মধ্যে জস বাটলার (২৪ বলে ২৯ রান) এবং জনি বেয়ারস্টো (১৭ বলে ১৩ রান) ফিরে গেলেও তাই ভেঙে পড়েনি তারা।

দাউইদ মালান এবং মইন আলি জানতেন উইকেটে টিকে থাকতে পারলে রান আসবেই। সেটাই হল ৩০ বলে ৪১ রান করে গেলেন মালান। ৩৭ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন মইন। ডেথ ওভারে নিউজিল্যান্ডের বোলাররা না পারলেন রান আটকাতে, না পারলেন উইকেট নিতে। ১৬ ওভারের মাথায় মালানকে ফেরালেও লিয়াম লিভিংস্টোন ১০ বলে ১৭ রান করে যোগ্য সঙ্গ দেন মইনকে। শেষ ওভারে তাঁকে ফেরান জিমি নিশাম। অধিনায়ক মর্গ্যান ২ বলে ৪ রান করে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি এবং নিশাম। বোল্ট চার ওভারে ৪০ রান দিয়েছেন।

ব্যাট করতে নেমে শুরুতেই মার্টিন গাপ্টিল (৩ বলে ৪ রান) এবং কেন উইলিয়ামসনকে (১১ বলে ৫ রান) হারিয়ে ধাক্কা খায় নিউজিল্যান্ড। ইনিংস ধরার চেষ্টা করেন ওপেনার ড্যারিল মিচেল এবং ডেভন কনওয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen