আজ সন্ধ্যার পর বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
তামিলনাড়ু উপকূল অতিক্রম করে স্থলভূমিতে ঢুকে পড়েছে নিম্নচাপ। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। শনিবার সন্ধ্যার পর থেকেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস। তিনি বলেন, রবি ও সোমবার বৃষ্টির মাত্রা বাড়তে পারে। অসময়ের এই বৃষ্টিতে শীতের আগমন ধাক্কা খেয়েছে।
পুবালি বাতাসের জেরে ইতিমধ্যেই সক্রিয়তা হারিয়েছে উত্তুরে হাওয়া। বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। এটাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি তামিলনাড়ুর উপরে রয়েছে। এর সংলগ্ন ঘূর্ণাবর্তটি রয়েছে বঙ্গোপসাগরের উপর। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত। এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেতে পারে।
মুর্শিদাবাদ ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এই দফায়। অসময়ের বৃষ্টি নিয়ে কৃষি বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। মাঠ এখন পাকা ধানে ভরা। ধান কাটার মরশুম শুরু হতে চলেছে। শীতের সব্জির চাষও চলছে। অল্প বিস্তর বৃষ্টিতে সব্জি চাষে ক্ষতির আশঙ্কা থাকে। এমনিতেই আগের দফার বৃষ্টিতে সব্জির ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে বাজারের দামে। বৃষ্টির থামার পর শীতের সব্জির চাষ শুরু হয়েছিল। কিন্তু নভেম্বরের বৃষ্টি ফের চিন্তা বাড়াচ্ছে তাঁদের। বৃষ্টির মাত্রা বেশি হলে পাকা ধানের ক্ষতি হতে পারে।