গোয়ায় তৃণমূলের মুখপত্র এই কাগজ ? ভ্রান্তিমূলক চিঠির ছবির তথ্য যাচাই
অনেক ফেসবুক ও ট্যুইটার ব্যবহারকারী এই ছবিটি পোস্ট করেছেন, চিঠিটি পোস্ট করা হচ্ছে হোয়াটসাপেও।
November 14, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দাবি
সম্প্রতি সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠির ছবি পোস্ট করা হচ্ছে যেখানে বলা হয়েছে ‘ওহেরাল্ডো’ এইংরাজি দৈনিক সংবাদপত্রটি এখন থেকে গোয়া তৃণমূল উনিটের মিডিয়া পার্টনার।
অনেক ফেসবুক ও ট্যুইটার ব্যবহারকারী এই ছবিটি পোস্ট করেছেন, চিঠিটি পোস্ট করা হচ্ছে হোয়াটসাপেও।
সত্যতা
দৃষ্টিভঙ্গি টিমের তথ্য যাচাই বিভাগ পরীক্ষা করে দেখে এই ছবিটি এডিট করা ও অসত্য। তৃণমূলের পক্ষ থেকে এরকম কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে পার্টিসুত্রের খবর।
অতএব আমরা এই সিদ্ধান্তে আসি যে এই ভাইরাল হওয়া ছবিটি সম্পূর্ণভাবে এডিট করা ও অসত্য।