দেশ বিভাগে ফিরে যান

একের পর এক অর্ডিন্যান্স জারি করে সংসদকে অপমান করছে মোদী-শাহ: তৃণমূল

November 14, 2021 | < 1 min read

দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তার মেয়াদ বাড়াতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। সিবিআই ও ইডির ডিরেক্টদের মেয়াদ দু’বছর থেকে বেড়ে হতে চলেছে পাঁচ বছর। রবিবার এক অর্ডিন্যান্স জারি করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই নীতির বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস।

রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন একটি টুইটবার্তায় পরিসংখ্যান দেখিয়ে জানান ঠিক কি ভাবে বিজেপির সরকার একের পর এক অর্ডিন্যান্স জারি করে সংসদের অবমাননা করছেন।

দেখা যাচ্ছে, স্বাধীনতার প্রথম ৩০ বছরে ১০টি বিল পিছু ১টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। তার পরের ৩০ বছরে ১০টি বিল পিছু ২টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। ষোড়শ লোকসভায় (২০১৪-২০১৯) ১০টি বিল পিছু ৩.৫টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। সপ্তদশ লোকসভায় (২০১৯-বর্তমান) ১০টি বিল পিছু ৩.৭টি অর্ডিন্যান্স জারি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Amit shah, #Trinamool Congress, #Narendra Modi, #Parliament

আরো দেখুন