করোনার প্রতিষেধক তৈরী, দাবী আমেরিকা, চীন ও বাংলাদেশেরও

May 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

চলতি বছরের শেষেই আমেরিকা করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলবে বলে আগেই দাবী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সেই দাবীকে বাস্তবায়িত করতে আরও এক ধাপ এগিয়ে গেল মার্কিন বায়োটেক সংস্থা মডার্না। 

সংস্থার দাবী, তাদের তৈরী ভ্যাকসিন মানব শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরী করতে অনেকটাই সফল হয়েছে। মডার্না জানিয়েছে, গত মার্চে মোট ৪৫ জন স্বেচ্ছাসেবকের ওপর ওই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। এঁরা কেউই করোনা আক্রান্ত ছিলেন না। তাঁদের মধ্যে ৮ জনের শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরী হয়েছে।

এর পরপরই চীনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ভ্যাকসিন নয় বরং তাঁদের ল্যাবে তৈরী নতুন ওষুধই পারবে করোনাকে রুখে দিতে। এই ওষুধ করোনা রোগীকে তাড়াতাড়ি সুস্থ‌ই শুধু করবে না, পাশাপাশি স্বল্পমেয়াদী ক্ষেত্রে শরীরে এই ভাইরাস প্রতিরোধের ক্ষমতাও তৈরী করে দেবে। 

করোনা চিকিৎসায় বাংলাদেশ‌ও নতুন ওষুধ আবিষ্কার করে ফেলেছে বলে দাবী করেছে। সে দেশের একদল চিকিৎসক জানিয়েছেন, নির্দিষ্ট দু’টি ওষুধ প্রয়োগে করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া গিয়েছে। 

বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক ডাঃ মহম্মদ তারেক আলম দাবী করেছেন, তাঁরা নির্দিষ্ট দু’টি ওষুধ থেকে অ্যান্টিডোট বানিয়েছেন, যা প্রয়োগ করে এখনও পর্যন্ত ৬০ জন আক্রান্তকে সুস্থ করে তোলা হয়েছে।

করোনার ওষুধ খোঁজার দৌড়ে পিছিয়ে নেই ভারত‌ও। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি পর এবার আয়ুর্বেদিক ঔষধি অশ্বগন্ধাতেও মিলল করোনা-নাশক উপাদান। আইআইটি-দিল্লি এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen