পুরভোটের ঝড় তুলতে একঝাঁক তারকাকে ত্রিপুরা পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস
একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যের সংগঠন বিস্তার এবং নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা। ২০২৩ সালে বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। তাই সেদিকে নজর রেখেই বিপ্লব রাজ্যে কোমর বেঁধে নেমেছে তৃণমূল।এবার পুরভোটের প্রচারে ঝড় তুলতে বাংলা থেকে একঝাঁক তারকাকে ত্রিপুরায় উড়িয়ে নিয়ে যাচ্ছে তারা৷ তালিকায় সাংসদ দেব থেকে শুরু করে বিধায়ক সোহম চক্রবর্তী, জুন মালিয়ারা যেমন রয়েছেন, সেরকমই রয়েছেন সায়নী ঘোষ, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়রা৷
প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট৷ তার আগে প্রচারের শেষবেলায় ঝড় তুলতে তারকাদের হাজির করিয়ে বড় চমক দিতে চাইছে ঘাসফুল শিবির৷ তৃণমূল সূত্রে খবর, আজ থেকেই ধাপে ধাপে ত্রিপুরায় পৌঁছবেন দলের একাধিক তারকা নেতা, বিধায়ক, সাংসদরা৷ আজই আগরতলায় পৌঁছে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং মনোজ তিওয়ারি৷ তৃণমূলের প্রচার সূচি অনুযায়ী, আগামিকাল থেকে প্রায় প্রতিদিনই আগরতলায় পৌঁছবেন দলের কোনও না কোনও তারকা নেতা, নেত্রীরা৷ সেই তালিকায় নাম রয়েছে জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষরা৷ আগামী ২৩ নভেম্বর ত্রিপুরায় প্রচার সারবেন অভিনেতা সাংসদ দেব৷ এ ছাড়াও ত্রিপুরায় যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ৷