রাজ্য বিভাগে ফিরে যান

ফের বিজেপি-সিবিআই যোগ স্পষ্ট, হাঁটে হাঁড়ি ভাঙলেন গেরুয়া শিবিরের নেতাই

November 16, 2021 | < 1 min read

কেন্দ্রীয় সংস্থার গতিবিধি নিয়ে বিজেপি নেতা অনুপম হাজরার মন্তব্যে বিতর্ক। মঙ্গলবার এক পোস্টে অনুপম দাবি করেন, বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআইয়ের তৎপরতা বাড়বে বলে আশ্বস্ত করেছেন তিনি। বিরোধীদের প্রশ্ন, কী করে সিবিআইয়ের তৎপরতা নিয়ে আলোচনা করতে পারেন ২ বিজেপি নেতা।

এদিন জেপি নড্ডার সঙ্গে তাঁর ছবি প্রকাশ করে সোশ্যাল সাইটে অনুপম লিখেছেন, ‘পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে আমাদের কার্যকর্তা শ্রী চন্দন মাইতির অপহরণ ও খুনের ঘটনাকে মাথায় রেখে বিজেপি-সর্বভারতীয়-সভাপতি মাননীয় জেপি নাড্ডা জি’র সঙ্গে সাক্ষাৎ এবং প্রায় ৪০ মিনিটের আলোচনা !!!

আলোচনার বিষয়: ভোট-পরবর্তী হিংসা এবং বাংলায় চলতে থাকা অপশাসন ও দুর্নীতি !!!

মাননীয় সর্বভারতীয় সভাপতির আশ্বাস:

ভোট-পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় সংস্থার দ্বারা চলতে থাকা সমস্ত ঘটনার তদন্ত আরো জোরদার হবে। ’

বিরোধীদের প্রশ্ন, সিবিআইয়ের গতিবিধি সম্পর্কে কী করে মন্তব্য করতে পারেন বিজেপি সভাপতি? তাহলে কি বিজেপি মেনে নিচ্ছে সিবিআইয়ের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ রয়েছে তাঁদের? এই নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি বিজেপি নেতারা।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় যদিও বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, ‘এই সব নেতার বেশি গুরুত্ব নেই। তৃণমূলে ছিল। বিজেপিতে গিয়েছেন। দুদিন পর আবার তৃণমূলে চলে আসবেন।’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অনুপমবাবুর ব্যাপার উনিই বলতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#JP Nadda, #CBI, #Anupam Hazra, #bjp

আরো দেখুন