রাজ্য বিভাগে ফিরে যান

জ্বালানির ক্ষতে প্রলেপ মমতার, পরিবহণ ক্ষেত্রে বিরাট কর মকুবের ঘোষণা রাজ্যর

November 17, 2021 | < 1 min read

পরিবহণ ক্ষেত্রে কর মুকুবের কথা ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য জানিয়েছে, সমস্ত ধরনের যানবাহনের ক্ষেত্রে করে ছাড় দেওয়া হবে। পূর্বেও এই ধরণের ছাড় দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে রাজ্য।

মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য জানিয়েছে, গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা সব কর দিয়ে দিয়েছেন, তাঁরা এ বছরে করে ছাড় পাবেন। আবার এ বছর যাঁরা ইতিমধ্যে কর দিয়ে দিয়েছেন, পরের বছরের কর থেকে তাঁদের ছাড় মিলবে। পরিবহণ দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, বাস, ট্যাক্সি, মালবাহী গাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত গাড়ি এবং ব্যক্তিগত গাড়ি সব ক্ষেত্রেই মোটর ভেহিকেলস ট্যাক্সে এবং অতিরিক্ত করে ছাড় মিলবে।

কর ছাড়ের ফলে কিছুটা স্বস্তি মিলতে পারে পরিবহণ ক্ষেত্রে। বাড়তে থাকা পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির সময় এই ছাড় কিছুটা স্বস্তি দেবে দেবে মনে করছেন অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Motor Vehicle, #Motor Vehicles Act, #West Bengal Govt

আরো দেখুন