বাবার আজম কান্ডে পাকিস্তান ক্ষমা না চাইলে সিরিজ নয়, হুমকি বাংলাদেশ সমর্থকদের

মূলত প্লেয়ারদের অনুপ্রেরণায় দিতেই পতাকা অনুশীলনের মাটিতে পোঁতা হয়। সেই ছবি ভাইরালও হয়। যা দেখেই চটে যায় বাংলাদেশ সমর্থকরা।

November 17, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

শুরু আগেই বিপাকে প্রশ্নের মুখে বাংলাদেশ পাকিস্তান সিরিজ (Bangladesh VS Pakistan)। পাকিস্তানের সঙ্গে সিরিজ বাতিলের দাবি তুলল বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা। যা নিয়ে বেশ বিপাকে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটে বোর্ড। বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের দাবি, ‘পাকিস্তান ক্ষমা না চাইলে সিরিজ নয়।’

বর্তমানে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে মীরপুরে অনুশীলন করছে পাকিস্তান। সম্প্রতি দেখা যায়, অনুশীলনের সময় পাকিস্তানের পতাকা মাঠে পুঁতেছে প্লেয়াররা। মূলত প্লেয়ারদের অনুপ্রেরণায় দিতেই পতাকা অনুশীলনের মাটিতে পোঁতা হয়। সেই ছবি ভাইরালও হয়। যা দেখেই চটে যায় বাংলাদেশ সমর্থকরা।

পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার লড়াইয়ের সাক্ষী থেকে মীরপুর। খান সেনাদের অত্যাচার এখনও বাংলাদেশের মানুষের মনে দগদগে। ফলে পাকিস্তান প্রিয় কিছু বাংলাদেশি থাকলেও বেশিরভাগ মানুষই তার বিরুদ্ধে। তবে ক্রিকেটকে তার জায়গায় রেখেই সিরিজ হচ্ছিল। কিন্তু গোল বাঁধল পতাকা।

দ্বিপাক্ষিক সিরিজে দুই দেশের পতাকা থাকবে সেটাই দস্তুর। ICC-র নিয়মে সেটাই বলে। কিন্তু অনুশীলনের সময় মাঠে গর্ত খুঁড়ে তাতে পতাকা পোঁতা সচরাচর দেখা যায় না। বাংলাদেশ সমর্থকদের একাংশের মতে, ‘এতে মাঠের ক্ষতি হয়। তারউপর পাকিস্তান দল পতাকাটা এমনভাবে লাগিয়েছে যাতে তা ক্যামেরায় ধরা পড়ে।’

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহল থেকে পাকিস্তানের এই কাজ নিয়ে ধিক্কার ছড়িয়ে পড়ে। Go back Pakistan স্লোগান উঠতে থাকে। একজন লেখে, ‘পাকিস্তান ফিরে যাও। বাংলাদেশের উচিত সিরিজ বন্ধ করা। বাংলাদেশে যে কোনও রকমের পাকিস্তানি পতাকা ব্যান করা উচিত।’ অপর এক সমর্থক বলেন, ‘এরআগে অনেক দেশ বাংলাদেশের সঙ্গে খেলতে নেমেছে। কিন্তু কোনও দেশ অনুশীলন মাঠের মধ্যে পতাকা পোঁতেনি। কিন্তু পাকিস্তান এটা কেন করল। এটার মানে কী?’

এ বিষয়ে BCB-র প্রাক্তন পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মহম্মদ আলমগীর বলেন, ‘বিশ্বকাপের সময় পাকিস্তান তাদের পতাকা উড়িয়ে অনুশীলন করেছিল। এটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে পাকিস্তানের জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করা এতে কিন্তু আমাদের আবেগ জড়িয়ে আছে। পাকিস্তানের জাতীয় পতাকা আমাদের দেশে বা স্টেডিয়ামগুলোতে উড়বে আর আমরা স্বাধীন দেশের মানুষ মেনে নেব সেটা কিন্তু আমরা কেউই কামনা করি না। ভবিষ্যতে ক্রিকেট বোর্ড এ বিষয়ে আরও সতর্ক হবে বলে মনে করি।’

যদিও এই পতাকা বিষয়ে কোনও দেশের বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ১৯ তারিখ থেকে মীরপুর স্টেডিয়ামের দুই দেশের মধ্যে টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে। তিনটে টি-২০ ও দুটো টেস্ট খেলা হবে পাকিস্তানের এই বাংলাদেশ সফরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen