উত্তর-পূর্ব ভারতেও সবুজ ঝড়! মেঘালয়ে তৃণমূলের পথে প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ ১২ কংগ্রেস বিধায়ক
ত্রিপুরা এবং গোয়ার পরে এবার উত্তর-পূর্ব ভারতের মেঘালয়েও দাপটের সঙ্গে পদার্পণ করতে চলেছে তৃণমূল। নেপথ্যে প্রধান কারিগর সেই প্রশান্ত কিশোর এবং তাঁর টিম আইপ্যাক। জানা গিয়েছে, ইতিমধ্যেই শিলংয়ে পৌঁছেছে কুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাকের সদস্যরা। ২০২৩ সালে মেঘালয়ের বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই ওই রাজ্যের বিভিন্ন শহরে পৌঁছে গিয়েছে কুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাকের সদস্যরা। যারা ওই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। তাঁরা কথা বলছেন স্থানীয়দের সঙ্গে। এমনকী বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। ফলে ক্রমশই জোরাল হচ্ছে মেঘালয়ের নির্বাচনে তৃনমূলের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কিছু জানা যায়নি। মেঘালয়ের বিরোধী দলনেতা মুকুল কংগ্রেস পরিষদীয় দলের নেতা। তাঁর সঙ্গে অন্তত ১৩ জন কংগ্রেস বিধায়ক দলত্যাগ করতে পারেন বলে শোনা গিয়েছিল। সূত্রের খবর, তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে আইপ্যাকের প্রধান প্রশান্ত কিশোরের সঙ্গে সাংমার আলোচনা হয়েছে। শুধু পিকে-ই নয়, অক্টোবরে কলকাতায় এসে সাংমা বৈঠকও করে গিয়েছেন সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি সাংমা।